Wellcome to National Portal
Main Comtent Skiped

প্রকল্প

প্রকল্প সমূহঃ

১। বৃহত্তর বগুড়া-রংপুর-দিনাজপুর সমন্বিত এলাকা উন্নয়ন প্রকল্প এর আওতায় ২০১২-১৩ অর্থ বছর পর্যন্ত প্রকল্পের লক্ষ্যমাত্রা অনুযায়ী কাজ বাস্তবায়ন হয়েছে।  চলতি ২০১৩-১৪ অর্থ বছরে রংপুর জেলায় লক্ষ্যমাত্রা অনযায়ী কাজ বাস্তবায়ন হবে।

২। ইন্টিগ্রেটেড এগ্রিকালচাল প্রোডাক্টিভিটি প্রকল্পের আওতায় ২০১২-১৩ বছরে অত্র রংপুর জেলায় ২২টি গভীর নলকুপের ভূ-গর্ভস্থ সেচনালা নির্মান হয়েছে।

৩। জরীপ ও পরীবিক্ষন প্রকল্পের আওতায় প্রতি বছর রংপুর জেলায় সেচ যন্ত্রের গণনা করা হয়।

 

কর্মসূচী সমূহঃ

 

১। কর্মসূচীর নামঃ রংপুর জেলার পীরগঞ্জ উপজেলা ক্ষুদ্রসেচ উন্নয়ন কর্মসূচীর আওতায় পীরগঞ্জ উপজেলায় ১০ টি গভীর নলকূপ স্থাপন, বিদ্যূতায়ন ও ভূ-গর্ভস্থ সেচ নালা নির্মান;  ১০ কিমি খাল খনন; ২ টি ফুট ব্রীজ নির্মানের কাজ সমাপ্ত হয়েছে। মোট ব্যয় ২৬৬ লক্ষ টাকা। ২০১২-১৩ বছরে করমসূচীটি সমাপ্ত হয়েছে।

 

২। রংপুর জেলা ক্ষুদ্রসেচ উন্নয়ন কর্মসূচীঃ

কর্মসূচীর লক্ষ্য ও উদ্দেশ্যঃ

ক) ৫০ কিলোমিটার খাল পূনঃখনন/সংস্কার ও ৮টি ১-কিউসেক এলএলপি ক্ষেত্রায়ন ও বিদ্যূৎ চালিত ৯ টি এফএমটি স্থাপন এর মাধ্যমে ২৪০০ হেক্টর জমিতে সেচ

    সুবিধা প্রদান;

       খ) সেচ /নিস্কাশন অবকাঠামো উন্নয়ন ও লাগসই প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে ভূ-পরিস্থ পানির সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করে সেচ/নিষ্কাশন এলাকা সম্প্রসারণপূর্বক

           অতিরিক্ত ৬০০০ মেট্রিক টন খাদ্যশস্য উৎপাদন;

 

কর্মসূচির মোট বরাদ্দঃ ৮৪২.০০ লক্ষ টাকা।

কর্মসূচির বাস্তবায়ন কালঃ জুলাই/২০১১ হতে  জুন/২০১৪

বাস্তবায়িত উপজেলাঃ রংপুর জেলার সকল উপজেলা।

 

 

৩। কর্মসূচির নামঃ রংপুর জেলার গংগাচড়া উপজেলা ক্ষুদ্রসেচ উন্নয়ন কর্মসূচিঃ

কর্মসূচীর লক্ষ্য ও উদ্দেশ্যঃ

§        ১১ কিলোমিটার বিল/খাল পূনঃখনন/সংস্কারের মাধ্যমে জলাধার তৈরী পূর্বক পানি সংরক্ষণ করে ৮৫০ হেক্টর জমিতে সেচ সুবিধা প্রদান;

§        সাকশনমোড ৯টি ১-কিউসেক নলকুপ ব্যবহার করে ১৯০ হেক্টর জমিতে সেচ সুবিধা প্রদান;

§        কৃষি জমিতে ৯টি বারিড পাইপ নালা নির্মাণের মাধ্যমে ১৫০ হেঃ জমির ফসলের নিবিড়তা বৃদ্ধি;

       §        সেচ /নিস্কাশন অবকাঠামো উন্নয়ন ও লাগসই প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে ভূ-পরিস্থ পানির সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করে সেচ/নিষ্কাশন এলাকা সম্প্রসারণপূর্বক

                অতিরিক্ত ২০০০ মেট্রিক টন খাদ্যশস্য উৎপাদন;

 

কর্মসূচির মোট বরাদ্দঃ ৩১৭.৯০ লক্ষ টাকা।

কর্মসূচির বাস্তবায়ন কালঃ জুলাই/২০১২ হতে  জুন/২০১৫

বাস্তবায়িত উপজেলাঃ রংপুর জেলার পীরগঞ্জ উপজেলা।

 

 

৪। কর্মসূচীর নামঃ রংপুর জেলার মিঠাপুকুর ও পীরগঞ্জ উপজেলা সেচ সম্প্রসারন, পানি ব্যবস্থাপনা ও ক্ষুদ্রসেচ উন্নয়ন কর্মসূচি।

 

  কর্মসূচীর লক্ষ্য ও উদ্দেশ্যঃ

§        ০৯ কিলোমিটার বিল/খাল/মরা নদী পূনঃখনন/সংস্কারের মাধ্যমে জলাধার তৈরী পূর্বক পানি সংরক্ষণ করে ভূ-পরিস্থ পানির ব্যবস্থাপনা করে ৬৫০

          হেক্টর জমিতে সেচ সুবিধা প্রদান ও ভূ-গর্ভস্থ পানির স্তরের পূর্নভরন;

§        ৮ টি ২-কিউসেক ফোর্সমোড নলকুপ স্থাপন করে ৪৮০ হেক্টর জমিতে সেচ সুবিধা প্রদান;

§        ৮ টি পুরাতন গভীর নলকুপ এর কমিশনিং মালামাল পরিবর্তন দ্বারা কার্যকর করে ৪৮০ হেঃ জমিতে সেচ সুবিধা প্রদান করে সেচ খরচ কমানো ও

          ফসলের নিবিড়তা বৃদ্ধি;

§        কর্মসূচি এলাকায় ১৬ টি গভীর নলকুপে ভূ-গর্ভস্থ সেচনালা নির্মানের মাধ্যমে সেচ দক্ষতা ১৫% বৃদ্ধি করা;

§        ১৬ টি গভীর নলকূপ বিদ্যুতায়ন করে হেক্টর প্রতি ৪৫০০ টাকা সেচ খরচ হ্রাস করে বছরে ২১.৬০ লক্ষ টাকা সেচ খরচ সাশ্রয়;

§        সেচ ও পানি ব্যবস্থাপনার উপর ৩০০ জন কৃষককে প্রশিক্ষিত করে দেশের পানি সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত, সেচ খরচ হ্রাস ও শস্যের উৎপাদনশীলতা

         বৃদ্ধি;

       §        সেচ /নিস্কাশন অবকাঠামো উন্নয়ন ও লাগসই প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে ভূ-পরিস্থ ও ভূ-গর্ভস্থ পানির সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করে সেচ/নিষ্কাশন এলাকা

                 সম্প্রসারণপূর্বক অতিরিক্ত ৩০০০ মেট্রিক টন খাদ্যশস্য উৎপাদন;